তিনদিনের বৃষ্টিতে চরম নাজেহাল শহর শিলিগুড়ির মানুষ
শিলিগুড়ি : গত তিনদিন ধরেই শিলিগুড়িতে বৃষ্টি শুরু হয়েছে।আর সেই কারনেই একেবারে নাজেহাল শিলিগুড়ির মানুষ।কখনো ঝিড়ঝিড়ে আবার কখনো জোরে, ভাদ্র মাসের মাঝখানে এসে এই বৃষ্টি আশাই করেন নি শিলিগুড়ির মানুষ। সন্ধ্যায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, দোকানপাট বাজারহাটে একেবারেই লোক নেই বললেই চলে।একবার বৃষ্টি শুরু হলে প্রায় চার থেকে পাচ ঘন্টা এক নাগাড়ে চলছে বৃষ্টি। প্রচণ্ডভাবে বৃষ্টির কারনে বন্ধ আছে অনেক দোকান। খুলছে অনেক দেরী করে। সবচাইতে খারাপ অবস্থা এন জেপী ষ্টেশন এবং বাস টার্মিনার্সের। জল জমা হয়ে একেবারে নাজেহাল অবস্থা যাত্রীদের। রাস্তায় জল জমে থাকায় সাংঘাতিক অবস্থা এনজেপী ষ্টেশনের।
এদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাষ অনুযায়ী আগামীকাল পযর্ন্ত চলবে এই বৃষ্টি। তবে এখনো বৃষ্টির বিদায়ের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সাময়িক ভাবে বিদায় নিলেও আবার ঘুরেফিরে আসতে পারে বৃষ্টি। ভরা পর্যটকের মরশুমে বৃষ্টির কারনে একেবারেই নাজেহাল সাধারন মানুষ থেকে পর্যটক। তবে আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে।