বাসের চাকা থমকে করোনার জন্য ,পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত বর্ধমানে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাস ঠায় একই জায়গায় দাঁড়িয়ে আছে টানা পাঁচ মাস ধরে। চাকা এমনকি এক ইঞ্চিও গড়ায়নি করোনা ভাইরাসের সংক্রমণের কারণে। তাই চাকা ডুবে গেছে ঘাসের বনে। ট্রাভেল এজেন্সিগুলিও পড়েছে চরম সংকটের মুখেও।

একের পর এক ট্যুর বাতিল হয়েছে মার্চ মাসের পর থেকেই। তারপর টানা লকডাউন উঠলেও গোটা দেশ কার্যত করোনার কবলে। কোভিডের আতঙ্কে তালা পড়েছে এমনকি বেশিরভাগ দর্শনীয়, পর্যটন ও ধর্মীয় স্থানেও।কোভিডের জন্য জমায়েত বা বড় অনুষ্ঠান পুরোপুরি বন্ধ সরকারি ভাবে। বিয়ের অনুষ্ঠানও পরের পর বাতিল হয়েছে বৈশাখ, জ্যৈষ্ঠ- সহ বাকি মাসগুলিতেও। ফলে বাতিল হয়েছে বাস বুকিংও। এই অবস্থায় পর্যটন সংস্থাগুলি একেবারে মুখ থুবড়ে পড়েছে। পর্যটন সংস্থার মালিকরা এমনকি কোন রাস্তাই খুঁজে পাচ্ছেন না ফের ঘুরে দাঁড়ানোর জন্য।

বেশ কয়েকটি বড় পর্যটন সংস্থার অফিস আছে পূর্ব বর্ধমানের শক্তিগড় এলাকায়। বর্ধমান শহর তো বটেই, এই শক্তিগড়েই রয়েছে গোটা জেলার মধ্যে বেশির ভাগ নামী দামি পর্যটন সংস্থার অফিসও। এই রকম একটি সংস্থার মালিক সেখ সাজেদ আলি বলেন, ‘‘অবস্থা খুবই খারাপ। বাস বসে আছে পাঁচ মাস ধরে। ব্যবসা একেবারে শেষ। পরিস্থিতি স্বাভাবিক হলেও কী ভাবে যে ফের ঘুরে দাঁড়াব তা আমি জানি না।’’

তাঁর সাতটি ট্যুরিস্ট বাস আছে। মোট ১৪ জন কর্মী রয়েছেন একজন করে চালক ও একজন করে খালাসি নিয়ে। প্রথমদিকে কর্মীদের পুরো বেতন দিলেও এখন বেতন দিচ্ছেন অর্ধেক। তাঁর কথায়, ‘‘এইভাবে আর টানা যাচ্ছে না মাসের পর মাস। চলছে না বাস। তাই আয়ও বন্ধ। এখন অসম্ভব হয়ে পড়েছে সংসার চালানোই।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *