তিনমাসেও মেরামত হয়নি হুগলির ভেঙে পড়া সেতু, আর্থিক ক্ষতি এড়াতে ধর্মঘট বাস মালিকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রায় তিন মাস আগে হঠাৎই যায় ভেঙে যায় আরামবাগের রামকৃষ্ণ সেতু। প্রায় ৬৫ বছরের পুরনো সেতু দিয়ে হাজার হাজার মানুষের নিত্যদিন যাতায়াত। সেতু ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। তিন মাস হয়ে গেলেও বেহাল রামকৃষ্ণ সেতু। ধীরগতির সংস্কারের কাজে চরম নাজেহাল স্থানীয় মানুষজনও। এদিকে স্থানীয় মানুষের দাবি, সরকার প্রতিশ্রুতি দিলেও কাজ এগোচ্ছেনা। এর প্রতিবাদে পরিবহণ ধর্মঘটের ডাক বাস মালিক সংগঠনের।

আগেই পোস্টার দিয়ে জানানো হয়েছিল বাস বন্ধ রাখার কথা। এর ফলে বুধবার সকাল থেকেই আরামবাগ মহকুমা জুড়ে দেখা গেল বাস ধর্মঘট। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন পার্শ্ববর্তী জেলার বাস মালিকরা। সবকটি বাস সংগঠন যৌথভাবে একই সিদ্ধান্তের পথে হেঁটেছে বুধবার। তাঁদের দাবি, সেতু ভেঙে যাওয়ার পরেও দ্রুত সংস্কার হচ্ছে না। ব্রিজের দুই ধারে হাইটবার লাগিয়ে দেওয়ায় ব্রিজ দিয়ে চলছে না বাস। বাস চালকদের দাবি প্রায় ৪০ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে তাদের। একই পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দূরপাল্লার প্রত্যেক বাসগুলিকেও। অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের। তাঁদের দাবি লোকসান করে বাস চালানো সম্ভব নয়। তাই ১৫ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *