তিলোত্তমার বিচার চাইতে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ধিক্কার মিছিল জলপাইগুড়ি শহর জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

জলপাইগুড়ি : জলপাইগুড়ি শহরে তিলোত্তমার বিচার চাইতে রাজ্য কো-অর্ডিনেশন কমিটির ধিক্কার মিছিল শুরু হয় এই মিছিল শহর পরিক্রমা করে কদমতলা মোড়ে মানববন্ধন তৈরী করে এবং এবং পথসভায় বক্তব্য রাখলেন আরজিকরের প্রাক্তন ছাত্র ডা: সুদীপন মিত্র। এই প্রতিবাদ মিছিল অংশ নেয় সমিতির পরিবারের সদস্যরাও ৷

এদিন সুদীপন মিত্র জানান আরজি করে হওয়া এই ধরনের ঘটনা আমাদের সমাজ থেকে মুখ ফিরিয়ে নেয়নি , আমরা কোনদিনও ভাবতেও পারিনি আমাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটবে। সমস্ত শ্রেণীর মানুষ যারা প্রতিবাদ করছেন এমনি এমনি প্রতিবাদ জানাচ্ছেন না, এত স্বতন্ত্র এবং আতঙ্কিত হয়ে তবেই তারা প্রতিবাদ করছে। আমাদের কাজ আমাদের বিশ্বাস সব ভেঙ্গেচুরের তছনছ করে দিয়েছে। আর জি করের এই ঘটনা আমাদের স্তম্ভিত করে দিয়েছে। গোটা জলপাইগুড়ি শহর এখন প্রতিবাদে মুখর। আমাদের সবাইকে প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নামতে হবে। আমাদের কাজ এবং আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে অপরাধীরা কবে সাজা পাবে তারপরে। আমরা তার জন্য অপেক্ষায় করে থাকবো বলে জানা সুদীপন মিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *