তিলোত্তমার বৃদ্ধ মা-বাবার মেয়ের ন্যায়বিচার ছিনিয়ে আনতে লড়াই জারির বার্তা রায়দানের দিনও
বেস্ট কলকাতা নিউজ : কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ও শিহরণ জাগানো খুনের ঘটনার পর পেরিয়ে গিয়েছে ৫ মাস ৯ দিন। সুবিচারেরর আশায় গর্জে উঠেছে রাজপথ। দেশ থেকে বিদেশ সর্বত্র আছড়ে পড়েছিল প্রতিবাদের ঢেউ। আরজি কর খুন ও ধর্ষণ মামলায় আজ শনিবার রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। আর সেই রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ। আদৌ কী মিলবে সুবিচার? এই প্রশ্নটাই যেন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়ের সুবিচারের অপেক্ষায় নিহত চিকিৎসকের মা-বাবাও। তবে এখনো যে মেয়ের মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর অধরাও রয়ে গিয়েছে তা রায় ঘোষণার আগেই সাফ জানিয়েছেন মৃতার বাবা-মা।
আজ আরজি কর রায়, ফিরে দেখা গত ৫ মাসের দিনলিপি: ২০২৪ সালের ৯ অগাস্ট আরজি করে নারকীয় হত্যাকাণ্ড, কী কারণে খুন? খুনের ঘটনায় কে-বা কারা জড়িত এই সব হাজারো প্রশ্নের ভিড়ে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। নির্যাতিতার সুবিচারের দাবিতে দেশ জুড়ে বেনজির প্রতিবাদ। তদন্ত যায় সিবিআইয়ের হাতে। প্রথমে কলকাতা হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্ট, সামনে আসে স্বাস্থ্য পরিষেবার বাআব্রু পরিস্থিতি। এর মধ্যে চিকিৎসক খুন – ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। গত ১১ নভেম্বর শুরু হয় বিচার প্রক্রিয়া। তার পর কেটে গিয়েছে দু’মাস। অবশেষে আজ শনিবার ঐতিহাসিক রায় ঘোষণা করবেন শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বান দাস। আর সেই রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ তথা বিশ্বের কোটি কোটি মানুষ।