রাজ্য সবরকম পদক্ষেপ করছে কোভিড পরিস্থিতির মোকাবিলায়”, টুইট করলেন মুখ্যমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরকম উদ্বিগ্ন রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে। এমনকি রাজ্য সরকার সবরকম পদক্ষেপ গ্রহণ করছে করোনা পরিস্থিতি থেকে বঙ্গবাসীকে রক্ষা করতে। করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন পাঠাতে। সোমবার মুখ্যমন্ত্রী একথাই জানান টুইটে।

করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে নির্বাচনের বাংলায়।সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোর উদ্বেগে।তবে রাজ্য সংক্রমণ মোকাবিলায় সবরকম পদক্ষেপ করছে বলে সোমবার সকালে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন। এদিন টুইটে তিনি লিখেছেন, ”গোটা দেশে করোনা পরিস্থিতি মারাত্মক আকার নিয়েছে । জনগণকে রক্ষা করতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ করছে রাজ্য সরকারও। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, সাহায্য করতে পর্যাপ্ত ওষুধ ও ভ্যাকসিন পাঠিয়ে।”

এদিকে, মুখ্যমন্ত্রী রাজ্যের পদস্থ প্রশাসনিক কর্তাদের করোনা মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন । এবিষয়ে তিনি টুইটে আরও লিখেছেন, ”আমি সব শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের যথাসাধ্য তত্‍পরতা নিতে বলেছি রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায়। মুখ্যসচিব অন্য শীর্ষ প্রশাসনিক কর্তাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিতভাবে জানাবেন রাজ্যের পরিকল্পনা।”

দেশজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ তাণ্ডব চালাচ্ছে। বাংলাও একরকম বেসামাল। সংক্রমণ ছড়াচ্ছে জেলায়-জেলায় । বাংলায় বিদ্যুতের গতিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভোটের মরশুমে । নির্বাচন কমিশনের তরফে রাজনৈতিক প্রচার, মিছিল, সমাবেশের ক্ষেত্রে নানা বিধি জারি হলেও নিয়মভঙ্গও চলছে দেদার ভাবে। আক্রান্ত হচ্ছেন এমনকি প্রার্থীরাও। আক্রান্ত হচ্ছেন প্রার্থীদের সংস্পর্শে আসছেন হাজার হাজার মানুষও। ক্রমশ ঝুঁকিও বাড়ছে সংক্রমণের। এমন পরিস্থিতিতে দিনের পর দিন রাজ্যের করোনাগ্রাফ ক্রমশ ঊর্দ্ধমুখী হচ্ছে।এদিকে স্বাস্থ্য আধিকারিকদেরও চিন্তায় ঘুম উড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *