তিস্তায় ক্রমশ বাড়ছে বোরোলি মাছের আমদানি , খুশি এমনকি স্থানীয় মাছের ব্যবসায়ীরাও
শিলিগুড়ি : এবারে তিস্তা এবং তোর্সায় এসেছে বড়লোী মাছ। তাও ব্যাপক পরিমাণে। আর তাতেই খুশি মাছের ব্যবসায়ীরা, তারা জানিয়েছেন গত কয়েক বছর ধরে সেভাবে তিস্তা নদীতে পাওয়া যাচ্ছিল না বরোলি মাছ। যা নিয়ে চিন্তায় ছিলেন চিন্তায় ছিলেন মৎস্য ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন আগে যেভাবে বোরোলি মাছের আমদানি হত এখন আর সেভাবে আমদানি হচ্ছে না বোরোলি মাছের। বোরলি মাছের স্বাদ অন্যান্য মাছের তুলনায় অনেকটাই আলাদা। বাজারে জনপ্রিয় এই মাছ। তবে গত কয়েক বছর ধরে একেবারেই, সেভাবে আসছিল না বোরোলি মাছ। যা নিয়ে ব্যবসায়ীরা চিন্তিত ছিলেন, তবে এবার তিস্তা এবং তোরসায় আসছে বড়লি মাছ। আর এবার ব্যবসা ভালো হবে বলে দাবি করছেন ব্যবসায়ীরা। তারা ইতিমধ্যেই জানিয়েছেন সাধারণত এই মাছ এই সময় পাওয়া যায় না, তবে অসময়ে আসা এই মাছের আমদানি এবার ভালোই হবে বলে মনে করছেন মাছের ব্যবসায়ীরা। শিলিগুড়ি থেকেও এই মাছ যায় মালদা এবং কলকাতায়। তাই আশাবাদী মৎস্য ব্যবসায়ীরাও।