প্রিন্স আনোয়ার শাহ রোডে পথ অবরোধ জল জমার জেরে, স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ রাস্তা আটকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রিন্স আনোয়ার শাহ রোডে ব্যাপক পথ অবরোধ জল জমা নিয়ে। এমনকি এলাকার স্থানীয় বাসিন্দারাও প্রবল বিক্ষোভ দেখালেন রাস্তা আটকে। এই সমস্যার জন্য স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ মূলত কলকাতা পুরসভার ৯৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার -এর বিরুদ্ধে। এদিকে স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে জল জমছে এলাকার বাজারে। এলাকাবাসীদের চরম সমস্যার মুখে পড়তে হয় যার ফলে। প্রায়ই ফিরে আসতে হয় বাজার করতে গেলেও। কোনো রকম কাজ হয়নি এমনকি বহুবার কাউন্সিলরকে জানানো সত্ত্বেও । তাই স্থানীয় কাউন্সিলর- এর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দেন। অবিলম্বে সমস্যা সমাধানের দাবিতে এমনকি তারা তুমুল বিক্ষোভও দেখান প্রিন্স আনোয়ার শাহ রোড অবরোধ করে ।

এদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ নন্দী মজুমদার বলেন, কয়েক বছর ধরে সমস্যা হচ্ছে এই জলের। তিনি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারদের দিয়ে তা দেখান কাউন্সিলর হওয়ার পর। মেইন রোডের নিচে জলের যে পাইপ বসানো রয়েছে কোনও ভাবে তা ভেঙে যায়। রাস্তায় জল জমছে যার ফলে। এ নিয়ে কাজও শুরু হওয়ারও কথা ছিল। অবরোধকারীদের বুঝিয়ে বললে অবশেষে অবরোধ তুলে নেন তাঁরা । ইতিমধ্যে কাজ শুরুও হয়ে গিয়েছে। অবরোধের জেরে নিত্যযাত্রীদের পড়তে হয়ে অসুবিধের মুখে। ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাস্তায়। যদিও বিক্ষোভকারীরা অবরোধ তুলে দেন কাউন্সিলর আশ্বাস দিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *