তিস্তা নিয়ে রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী, জানালেন রাজু বিস্তা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : তিস্তা নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানালেন বছরের পর বছর ধরে স্টার মানুষ অবহেলিত অথচ মুখ্যমন্ত্রী তাদের নিয়ে কিছুই বলছেন না। তিস্তার পাশের মানুষ দিয়ে ভয়ানক এবং ভয়াবহ জীবন যাপন করছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নিশ্চুপ আছেন মুখ্যমন্ত্রী জানেন এলাকার এই অঞ্চলের মানুষের দুর্দশা ঠিক কতটা ঠিকমতো খাওয়ার জুটছে না তাদের, অন্যহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তারা, অথচ বারবার বলেও কোন রকমের পদক্ষেপে নিচ্ছেন না মুখ্যমন্ত্রী, তিস্তার আশেপাশের মানুষ যে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন, সেই কষ্ট তারাই একমাত্র বুঝতে পারবেন। মুখ্যমন্ত্রী বহুবার এই অঞ্চল দিয়ে ঘুরে গেলও কোন কাজের কাজ হয়নি বলে জানান দার্জিলিংয়ের সাংসদ।

এদিকে এদিন সাংসদ তিস্তার উপদ্রুত অঞ্চলে এলে তাকে ঘিরে ধরেন ওই এলাকার বাসিন্দারা। তারা জানান বন্যার কারণে বছরের পর বছর ধরে এক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন তারা, অথচ রাজ্য সরকার নীরব এবং নিশ্চুপ আছেন। রাজু বিস্তা এদিন তাদের আশ্বাস দেন তিনি যতটুকু পারেন তা করবেন। আমি তোমাদের পাশে আছি, এই বার্তা দিয়ে রাজু বিস্ত জানান মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন, এবং তাদের দেখা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্য গিয়েই পড়ে। এবং আমি সেটা করতে আপ্রাণ চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *