তীব্র প্রতিবাদের আগুন জ্বলে উঠল শক্তির আরাধনায় ! সকলকে চমকে দিলো বারাসতের এই কালীপুজোর নজরকাড়া থিম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রতিবাদের আগুন মৃদু হলেও ঘা এখনও শুকায়নি। আরজি কর কাণ্ডে নির্যাতিতা তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে ফুঁসছে রাজপথ। এর মাঝেই রাজ্যে একের পর এক নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধ ঘটেই চলছে। কখনও ফালাকাটা, কখনও আলিপুরদুয়ার আবার কখনও মগরা। এবার রাজ্যে ঘটে চলা নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষাই যেন প্রকাশ পেয়েছে কালীপুজোর থিমে।

প্রসঙ্গত ,কালীপুজোর চমক মানেই বারাসত। আলোর উৎসবে বছরের পর বছর মানুষের নজর কেড়েছে বারাসত। আর এবার বারাসত-ব্যারাকপুর রোডের নব যুবক সংঘ ক্লাব এক অভিনব রূপ দান করে মাতৃ প্রতিমায়। মায়ের কোলে শায়িত রয়েছে এক শিশুকন্যা। সামনে মৃত কন্যাকে কোলে শুয়ে তার মা বসে, এমনি কিছু মূর্তি দিয়েই নির্মাণ হয় এবারের প্যান্ডেল। প্যান্ডেলের গায়ে নারীশক্তির নানান ছবি। সেই সঙ্গে মন্ডপে প্ল্যাকার্ডে প্রতিবাদে লেখা কিছু প্রবাদ। এমনই প্রতিবাদের ভাষাই ফুটে উঠেছে এবারের নব যুবক সংঘের কালীপুজোর প্রাঙ্গনে।

কেন এমন থিম ভাবনা? এ বিষয়ে ক্লাবের কর্তা জানান যে, ‘রাজ্যে নারীশক্তির আরাধনা করা হয় সেই স্থানে নারীদের অবমাননা সহ্য করার মতো না, প্রতিবাদ ছাড়া তো আর কোনও উপায় নেই, সেই কথা মাথায় রেখেই আমরা দেবী শক্তির আরাধনার মাধ্যমে তা সকলের সামনে তুলে ধরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *