২ অগস্ট রাজ্যজুড়ে হলুদ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব ধর্মঘটের ডাক ভাড়া বৃদ্ধির দাবিতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২ অগস্ট ট্যাক্সি, অ্যাপ ক্যাব ধর্মঘট এর ঢাক দেওয়া হল সমগ্র রাজ্যজুড়ে৷ট্যাক্সি, অ্যাপ ক্যাব পরিষেবা চালিয়ে নিয়ে যাওয়া একরকম অসম্ভব হয়ে পড়ছে মূলত পেট্রল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে। তাই মূল্যবৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে এআইটিইউসি সমর্থিত রাজ্যের ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব সংগঠন৷

এমনিতেই ট্যাক্সি, অ্যাপ ক্যাবের মন্দার বাজার চলছে গত বছর থেকে ধাপে ধাপে লকডাউনের ফলে৷ তার মধ্যে যেন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধি৷ এই পরিস্থিতিতে অবিলম্বে পশ্চিমবঙ্গ সরকারের হস্তক্ষেপে হলুদ ট্যাক্সি-সহ অ্যাপ ক্যাবগুলির ভাড়া বৃদ্ধির দাবিতে ২ অগস্ট রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা এই পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে৷ যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে “ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি” এবং “অ্যাপ ক্যাব অপারেটর্স ফোরাম” ৷ ধর্মঘট পালন ছাড়াও সেদিন পরিবহন ভবন অভিযানের কর্মসূচিও নেওয়া হয়েছে৷

ট্যাক্সি, অ্যাপ ক্যাব মালিক-সহ চালকরাও বিপর্যস্ত লকডাউন, পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধি, গাড়ির ইএমআই সব মিলিয়ে৷ তাঁরা ট্যাক্সি, অ্যাপক্যাব চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন সংসার চালানো দুষ্কর হলে৷ কোনো সদুত্তর মেলেনি এই সমস্যার সমাধানে বারবার কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দিলেও, এমনটাই দাবি করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আহ্বায়ক (convenor) নাওয়াল কিশোর শ্রীবাস্তব।

এই প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েছি ভাড়া বাড়াবার আবেদন করে। কিন্তু কোনও লাভ হয়নি। একদিকে যেমন বেড়েছে ডিজেলের খরচ, অন্যদিকে এই করোনা আবহে যাত্রী প্রায় হচ্ছে না। তাই ট্যাক্সি চালানো আর সম্ভব নয় ভাড়া না বাড়লে। শুধু মাত্র তেলের দামই নয়, বেড়েছে যন্ত্রাংশের দামও। তাই তেল আর গাড়ির রক্ষণাবেক্ষণের জন্য যে টাকা খরচ হচ্ছে,মালিকদের তা শ্বাসরুদ্ধ করেছে বর্তমান পরিস্থিতিতে।” ওইদিন রাজ্যজুড়ে প্রায় ২১ হাজার ট্যাক্সি পথে নামবে না বলে সংগঠন জানিয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *