তৃণমূলের শক্তঘাটি চোপড়ায় আপ-এর পোস্টার পড়ল রাতের অন্ধকারে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার আম আদমি পার্টির (আপ) পোস্টার পড়ল চোপড়ায়। পঞ্চায়েত ভোটের আগে কার্যত চোপড়ায় ব্যাপক শোরগোল পড়েছে আপ-এর এই পোস্টারকে ঘিরে । চোপড়া বিধানসভায় মূলত আপ-এর পোস্টার পড়েছে কালাগাছ এলকায় রাস্তার ধারের গাছে ও দেওয়ালে। সেই পোস্টারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছবি সহ উল্লেখ করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায় যোগদানের জন্য “মিসড কল দিন”।

সেখানে একটি নম্বরও উল্লেখ রয়েছে। তবে চোপড়ার বিধান সভার তৃণমূল নেতা “তনয় কুন্ডু”এই পোস্টারে আমল দিতে নারাজ। তিনি জানান, শুনেছি কেউ বা কারা রাস্তার ধারে দু-একটি গাছে আপ-এর পোস্টার লাগিয়েছে। চোপড়া তো বাদ দিন বাংলাতেও “আপের” কোনও সংগঠন বা কর্মী কিছুই নেই।

তনয় বাবু আরো বলেন, টাকার বিনিময়ে কেউ বা কারা এই পোস্টার গুলো লাগিয়েছে রাতের অন্ধকারে। আমাদের চোপড়া বিধানসভা তৃণমূলের শক্তঘাটি। চোপড়াবাসি ২৪ ঘন্টা ৩৬৫ দিন আমাদের অভিভাবক তথা বিধায়ক হামিদুল রহমানকে তাদের পাশে পায়। সেখানে দিল্লির পোস্টার আমাদের মাথা ব্যাথার কারণ নয়। টাকার বিনিময়ে রাতের অন্ধকারে কেউ দু-চারটে পোস্টার লাগিয়েছে। সামনে পঞ্চায়েত ভোট,আমরা ব্যাস্ত দিদির উন্ন্যয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে এবং দলীয় কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *