তৃণমূল “কংগ্রেসের” অপেক্ষায় থাকবে না অনির্দিষ্টকাল ধরে, এমনি মন্তব্য করলেন সুখেন্দু শেখর রায়
বেস্ট কলকাতা নিউজ : কংগ্রেস অন্যান্য বিজেপি বিরোধী দলকে কবে একছাতার তলায় নিয়ে আসবে, আর তৃণমূল অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করে বসে থাকবে না সেই আশায়৷ ইতিমধ্যে এমনটাই জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়৷ মূলত সুস্মিতা দেব শপথ নেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে৷ সেই শপথগ্রহণ শেষ হওয়ার পর তৃণমূল একটি সাংবাদিক বৈঠকও করেন৷ সেখানেই সুখেন্দুশেখর রায় একরকম অভিযোগের সুরেই বলেন, ‘‘পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোট গড়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন সব বিজেপি বিরোধী দলগুলিকে৷ কিন্তু, কেউই এগিয়ে আসেনি সেই উদ্যোগে৷ তাই আর এখন কারও জন্য অপেক্ষা করবে না তৃণমূলও৷’’
সুখেন্দুশেখর রায় আরও বলেন, ‘‘অন্য কেউ নয়, সকল রাজনৈতিক দলের কাছে আগাম জোট গঠনের প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো নিজেই ৷ তিনি দেখা করেন এমনকি সোনিয়া গান্ধি এবং অন্যান্য নেতাদের সঙ্গেও৷ আমরা অপেক্ষা করেছি দীর্ঘ ছয় মাস৷ কিন্তু, সেখানে কোনও সাড়া মেলেনি কারও তরফে অথবা উদ্যোগও নেওয়া হয়নি কোনও তরফে৷ আমরা তাই এগিয়ে এসেছি এবং সিদ্ধান্ত নিয়েছি নিজেদের পরিধি বিস্তারের৷ সম্ভবত কংগ্রেস বেশি ব্যস্ত রয়েছে তাদের ভিতরের সমস্যা নিয়েই ৷’’
ভবিষ্যতে কী তৃণমূল কংগ্রেস বা অন্য কোনও বিজেপি বিরোধী দলের সঙ্গে জোটে যাবে, এই প্রশ্নের জবাবে তৃণমূলের এই নেতা বলেন, ‘‘এটা সম্পূর্ণ নির্ভর করছে কংগ্রেস এবং অন্যান্য দলের উপরই৷ তারাই ঠিক করবে একছাতার তলায় থাকবে নাকি বিজেপির বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে লড়াই করবে৷’’