তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা শিলিগুড়িতে চলছে বয়স্কদের সমবর্ধনা প্রদান অনুষ্ঠান
শিলিগুড়ি : গোটা রাজ্যজুড়ে এমনকি শিলিগুড়িতেও তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে বয়স্কদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এমনকি বাদ যাচ্ছে না শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডও । ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত জানান আমার মোট ছটি বুথ এবং এই ছটি বুথে আলাদা আলাদাভাবে বয়স্কদের সম্বর্ধিত করা হচ্ছে। এই শীতের সময় সবার পক্ষে একদিনে এসে সম্বর্ধনা নেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আলাদা আলাদা দিন করে সবাইকে আলাদা ভাবে ডেকে সম্বর্ধনা জানানো হলো। আমার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই বয়স্কদের সম্বর্ধনা দেওয়া। আজ সেটা সম্ভব হল, খুব ভালো লাগছে আমার। রোজ সন্ধ্যাবেলায় ওয়ার্ড উৎসব হচ্ছে, আর ঠিক উৎসবের আগে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে বয়স্কদের মধ্যে। এই সম্বর্ধনা সবার জন্য বিশেষ করে বয়স্কদের যারা জীবনের একটা সীমানায় পৌঁছে গেছেন। তারাও জীবনে কিছু আশা করেন জীবনে কিছু চান আর আমার কাছে এটা খুব ভালো ভাবনা। আগামী বছরও আমি এই কাজটা করতে চাই বলেও এদিন জানানশ্রাবণী দত্ত।


