তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হল বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সন্ধানের এর কাজ
শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শুরু হল বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের সন্ধানের এর কাজ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে কোন ভোটার বাইরে আছেন, কার কার নাম ওঠে নি ভোটে এবং কাদের কাদের কি কি দরকার সেই বিষয় সংশ্লিষ্টি বাড়ির মানুষজনকেও অবগত করা হয়। মূলত শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডেই শুরু হল এই ভোটারদের সন্ধানের এর কাজ। এমনকি শিলিগুড়ির ১৪ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকাজুড়ে বিভিন্ন ভাবে এই কাজ শুরু হয় । তৃণমূল কংগ্রেস এর বিভিন্ন জায়গা থেকে আগত বুথ সভাপতির নেতৃত্বেই মূলত এই কাজ শুরু হয়। বাড়িতে বাড়িতে থাকা ভোটারেরা আমাদের সাহায্য করছেন বলেও জানান শিলিগুড়ির অন্যতম বুথ সভাপতি বিকাশ ঘোষ। তিনি আরও জানান আমাদের কাজ বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের খুজে বের করে তাদের তথ্য অনুসন্ধান করা। এই ভোট আমাদের কাজে লাগবে বলেও জানান বিকাশ ঘোষ। তিনি জানান ভোট এখনো দেরী আছে তাই আমরা খুব চিন্তা ভাবনা করেই কাজ করছি ।