তৃণমূল কংগ্রেসের বিদায় শুধুমাত্র সময়ের অপেক্ষা, সাংবাদিক সম্মেলনে জানালেন শংকর ঘোষ
নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষকে আশা দিয়ে গেছেন। আর কিছুই দিতে পারেননি , নিজের অফিসে সাংবাদিক সম্মেলনে ঠিক এমনটাই জানালেন বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি জানান তৃণমূল কংগ্রেস একটা ঘোরের মধ্য দিয়ে চলেছে। মানুষকে ঠকিয়ে কোন কাজ হয় না । মানুষকে আশা দিয়ে ভরসা দিয়ে দিনের পর দিন মানুষকে প্রবঞ্চনা করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দল। আর এইভাবে বেশি দিন চলতে পারা যায় না। এর ফল তাদের ভুগতেই হবে। দিনের পর দিন মানুষ ভুগছে, মানুষের সাথে ভুগছে বয়স্ক এবং অসহায় মহিলারাও। তাই মানুষের কাজ মানুষকে করতে দিতে হবে।

তিনি এদিন আরোও বলেন ২০১১ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে, কোনটা মানুষের জন্য ভালো কাজ এবং কোনটা খারাপ কাজ তৃণমূল কংগ্রেস সেটা ভালোভাবেই জানে। তৃণমূল কংগ্রেস শুধু প্রবঞ্চনা করেনি মানুষকে অন্য দিশাতে নিয়ে গেছে। নিজের অফিসে বসে সাংবাদিক সম্মেলন করে এদিন তৃণমূল কংগ্রেসের উপরে বিষাদগার করলেন বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি এও জানান আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দলটাতে কাঁপুনি ধরে যাবে। আপনারা শুধু দেখতে থাকুন।