দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে আর ৪৮ ঘন্টার মধ্যেই
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে দক্ষিণবঙ্গে তিব্র দহনজ্বালা শেষ হতে চলেছে আজ থেকেই । এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর্দ্রতাজনিত কিছুটা অস্বস্তিকর আবহাওয়া থাকলেও কলকাতাসহ দক্ষিণবঙ্গে যে অসহ্য গরম চলছিল গত এক মাসের বেশি সময় ধরে তা আর থাকবে না । সৌজন্যে নিম্নচাপ ও মৌসুমী বায়ু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই । হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার হাত ধরেই মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে । আগামী কয়েকদিনেই বৃষ্টির পরিমান বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই । ফলে তাপ কমবে সূর্যের।
বুধবারও ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। কলকাতা তে ঝড় বৃষ্টি হয়েছে পূর্বাভাস মতোই। ৪৮ কিলোমিটার বেগে বয়ে যায় ঝড়ো হাওয়া। বৃষ্টি হয়েছে ১৩.৯ মিলিমিটার, যা বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালের তাপমাত্রার পারদকেআর চড়তে দেয়নি। আগামী কয়েকদিনে আবহাওয়ার এই ছবিই বেশি দেখা যেতে পারে বলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।