দার্জিলিংয়ের সরস মেলার ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দার্জিলিং : দার্জিলিং চৌরাস্তায়/ম্যালে রাজ্যের প্রতিটি জেলার হস্তশিল্পীদের নিয়ে আয়োজিত ৮ম বর্ষ দার্জিলিং ‘সরস মেলা -২০২৫’-এর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া । এই অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তা ছেত্রীসহ পাহাড়ের সকল তৃণমূল নেতৃত্ব, তৃণমূল কংগ্রেসের সকল যুব, পুরুষ এবং মহিলা কর্মীরাও। মুখ্যমন্ত্রী এদিন ভার্চুয়াল পদ্ধতিতে সরস মেলার উদ্বোধন করে দার্জিলিং এর মানুষকে বিশেষ অভিনন্দন জানান। তিনি এদিন বলেন দার্জিলিংয়ের সরস মেলা প্রচন্ডভাবে জনপ্রিয় , মানুষ পছন্দ করেন এই মেলা কে। আমি আমার তরফ থেকে দার্জিলিং এর এই মেলাকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আগামী দিনে আরো জনপ্রিয় হয়ে উঠুক এই সরস মেলা এই আশা রাখি। দার্জিলিং এর মানুষ এই মেলাকে পছন্দ করবেন এবং ভবিষ্যতে তারাই কারিগর হয়ে উঠবেন এটাই আমার ধারণা।


