দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল এর সাথে বৈঠক করলেন ভোট ফর মমতাদির সদস্যরা
দার্জিলিং : দার্জিলিং জেলা সমতল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিকরুয়েল মহাশয়ের সঙ্গে। ২০২৬ বিধানসভা ভোট কে সামনে রেখে টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা করলেন টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটি জেলা সভাপতি অজিত ব্যানার্জি এবং আরো সব নেতৃত্বরা।

এই দলের অন্যতম সদস্য অজিত ব্যানার্জি জানালেন সামনে ভোট এসে গেছে তাই আমাদের সবাইকে তৈরি হতে হবে। বিজেপি এবং সিপিএম আমাদের নামে অনেক কুৎসা এবং কেচ্ছা করবে , কিন্তু সেগুলোকে এড়িয়ে গিয়ে মানুষের সেবা করতে হবে আমাদের। ২০২৬ এর নির্বাচনের আগে বিজেপি যে হাওয়া তুলেছে এমএনআরসির সেই হাওয়া কাজে লাগবে না। কারণ মানুষকে পিছিয়ে রেখে মানুষকে আতঙ্কে রেখে ভোটে জয়ী হওয়া যায় না। আমাদের মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করেন, মানুষের পাশে থাকেন এবং মানুষের সাথেই থাকেন । তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন যতটা পারা যায় মানুষের জন্য কাজ করে যেতে। টিম অভিষেক ব্যানার্জীর নির্দেশ ঠিক একই রকম। তাই আমাদের মানুষের পাশে এবং মানুষের কাছে থেকে একেবারে কাজ করে যেতে হবে । আমি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত আমিও চাই মানুষের জন্য সংগ্রাম করে কাজ করবো