দার্জিলিঙে এবার টয়ট্রেনের হুইসেল ঘুম ভাঙাবে পাহাড়ের মানুষজনের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : এবার থেকে সাতসকালেই পাহাড়ে শোনা যাবে কু-ঝিকঝিক শব্দ। সকাল ৭টা ১৫ থেকেই এবার পাহাড়ে ছুটবে খেলনাগাড়ি। পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে । যে কারণে দার্জিলিংয়ে জয়রাইডের সংখ্যাও বাড়ানো হচ্ছে। আরও পাঁচটি জয়রাইড পাহাড়পথে শুরু করবে ডিএইচআর। ইতিমধ্যে বাড়তি রাইড চালানোর জন্য আরও তিনটি নতুন ডিজেল ইঞ্জিন কেনার টেন্ডার দিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

জানা গেছে বেঙ্গালুরুর একটি সংস্থা এই তিনটি ইঞ্জিন তৈরির বরাত নিয়েছে। মে মাসের শেষ দিকে দুটি নতুন ডিজেল ইঞ্জিন পাহাড়ে এসে পৌঁছাবে। আরও একটি ইঞ্জিন আসবে চলতি বছরের শেষ দিকে। ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরীর বক্তব্য, ‘তিনটি ডিজেল লোকোমোটিভ ইঞ্জিনের বেঙ্গালুরু এবং হায়দরাবাদে ট্রায়াল চলছে। সকাল সাতটার জয়রাইড আমরা শুক্রবার থেকে শুরু করছি। ডিআরএম উদ্বোধন করবেন।’

উলেখ্য ,দীর্ঘদিন আগে পাহাড়ে সকাল সাতটায় টয়ট্রেন চালানো হত। কার্সিয়াং থেকে সকাল সাতটায় ছেড়ে সাড়ে দশটায় দার্জিলিং পৌঁছাত খেলনাগাড়ি। সেই ট্রেনের হুইসলে সকাল শুরু করতেন পাহাড়বাসী। ট্রেনের সময় ধরে পড়ুয়ারা স্কুলে, কর্মীরা অফিসে যেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হয়। বন্ধ হয়ে যায় সকালের টয়ট্রেন পরিষেবাও। এদিকে রেল সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই পাহাড়বাসী ডিএইচআরের কাছে সকালের পরিষেবা শুরুর আবেদন জানাচ্ছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে ফের পরিষেবা শুরুর পরিকল্পনা নিয়েছে ডিইচআর। আরো জানা গেছে পাহাড়ে জয়রাইড ৮ থেকে বাড়িয়ে ১৩ করা হচ্ছে। তার মধ্যে একটি রাইডের হুইসল বাজবে সকাল সাতটায়। টয়ট্রেনটি ৭টা ১৫-তে স্টেশন ছাড়বে। দার্জিলিং থেকে ঘুম হয়ে ফের দার্জিলিংয়ে ফিরবে ট্রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *