দালালদের কবল থেকে রোগীর পরিবারকে বাঁচাতে পদক্ষেপ নিল এন আর এস কতৃপক্ষ চালু হলো ট্রলি বুথ
বেস্ট কলকাতা নিউজ : রোগীর আত্মীয়দের দীর্ঘ দিনের অভিযোগ, প্রয়োজনের সময় দেখা মেলে না পর্যাপ্ত ট্রলি বা হুইলচেয়ার। দালালদের টাকা দিয়ে কখনও বা কোনও রকমে জোগার হয় ট্রলি। আর তাতে করেই রোগীদের নিয়ে যাওয়া হয় কোনও রকমে । কখনও বা কিছু না পেয়ে এক প্রকার কোলে করেই রোগীদের নিয়ে যান বাড়ির লোক। এই সমস্যা দূর করতে ও দালালদের কেবল থেকে রোগীদের পরিবারকে রক্ষা করতে এক অভিনব পদক্ষেপ গ্রহণ করলো নীলরতন সরকার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। চালু হলো ‘ট্রলি বুথ।’
হাসপাতাল সূত্রে খবর, ইমারজেন্সিতে আসা রোগীদের জন্যই এই ট্রলি বুথ এর ব্যবস্থ্যা করা হয়েছে। এই বুথে রয়েছে ২৫টি ট্রলি ও ৩টি হুইলচেয়ার। যখন দরকার পড়বে, এখান থেকেই রোগীদের নিয়ে যাওয়া যাবে ট্রলি বা হুইলচেয়ারে করে। যাতে এই ট্রলির কোনো রকম এ অপব্যবহার না হয়, তার নজরদারির জন্য বুথে লোকও থাকবে। তাঁদের কাছে কিছু নথি জমা দিলেই রোগীর আত্মীয়রা ট্রলি পাবেন।এই ট্রলি বুথের ফলে রোগীদের সমস্যা মিটবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ। এনআরএস মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার দ্বৈপায়ন বিশ্বাস বলেছেন, “ট্রলি না পাওয়ায় সমস্যায় পড়তেন রোগী ও তাঁদের পরিজনরা। এ বার থেকে আর সেই সমস্যা হবে না বলেই আশা প্রকাশ করছি।” এই ট্রলি বুথ হওয়ায় স্বাভাবিক ভাবেই খুশি রোগীর পরিবারের লোকেরাও।