শিলিগুড়ির মাটিগাড়া থেকে গ্রেফতার হল আন্তর্জাতিক মোবাইল পাচারচক্রের আরও ৪ চাঁই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের বড় সাফল্য আন্তর্জাতিক মোবাইল পাচারচক্রের বিরুদ্ধে । লেকটাউন থানার পুলিসের তৎপরতায় রবিবার, ২৪শে এপ্রিল গ্রেফতার করা হয় মূল চক্রী বিক্রম মণ্ডলকে। আজ, সোমবার অভিযুক্ত বিক্রম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পুলিস আরও চারজনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, ওই চার অভিযুক্তকে গ্রেফতার করা হয় শিলিগুড়ির মাটিগাড়া এলাকা থেকে । এদের মধ্যে দুজন মহিলাও ছিল। আর দুজন পুরুষ রিসিভারের কাজ করত। পুলিস সূত্রে খবর, ধৃতদের নাম কাঞ্চা পাসি, রেশমা পাসি, বিকি পাসি, শেখর বেদ।

পুলিসের পক্ষ থেকে শিলিগুড়ি থেকে তাদের নিয়ে আসা হয়েছে লেকটাউন থানায়। আজ, সোমবার তাদের তোলা হবে বিধাননগর আদালতে । তদন্তে সুবিধার জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিসের পক্ষ থেকে খবর। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি সোনার গয়না এবং বেশ কিছু মোবাইল ফোন । এই চক্রের সঙ্গে যুক্ত আরও অনেকর সূত্র মিলেছে। তাদের খোঁজ চালাচ্ছে লেকটাউন থানার পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *