দিঘার মোহনায় ফের উঠলো ১০ টন ইলিশ
বেস্ট কলকাতা নিউজ : শ্রাবণ মাস প্রায় শেষ হবার পথে, কিন্তু বাজারে এখনও ইলিশের তেমন কোনো জোগান নেই ৷ তবে এতো কিছুর মধ্যেও মঙ্গলবার দিঘার মোহনার মাছের নিলাম কেন্দ্রে ১০ টন ইলিশ উঠেছে।ফলে রাজ্যের সর্ব বৃহৎ এই মাছের আড়তে এদিন পাওয়া গেল এই টাটকা ইলিশ । ফলে মাছের দাম নিয়ে চলে দরাদরিও ৷ পাইকারী মাছ বিক্রতাদের পাশাপাশি খুচরা বিক্রেতাদেরও ওই ইলিশ কিনতে দেখা যায়৷
ইতিমধ্যে ভরা মরশুমেও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে ইলিশের দাম। এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমানে মাছ না থাকায় বাজারে এখনো পর্যন্ত কমেনি ইলিশের দাম। ফলে বর্ষার মরশুমেও বাঙালির পাতে দেখা দিয়েছে ইলিশের অকাল । আর বিক্রেতাদের সাফ বক্তব্য, চাহিদার সঙ্গে ভারসাম্য রেখে জোগান না থাকার কারণেই ইলিশের এত চড়া দাম। তবে দিঘায় ১০ টন ইলিশ ওঠার পর সেখানে বাজারে ৪০০–৫০০ গ্রামের ইলিশের দাম ছিল ৬০০–৭০০ টাকা। আর একটু বড় ইলিশ হলে দাম পড়ছিল ১০০০–১২০০ টাকা। এর নেতিবাচক প্রভাব পড়ছিলো খুচরো বাজারগুলিতেও ৷
মূলত ধরা হয়ে থাকে আষাঢ়, শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই চার মাস হল ইলিশের মরশুম৷ শ্রাবণের শেষবেলাতেও তেমন ভাবে ইলিশ কোনো দেখা নেই , যা মিলছে তার দামও এক রকম আকাশছোঁয়া। মৎস্যজীবীরা ৯ আগস্ট থেকে নতুন করে লঞ্চ–ট্রলার ভাসিয়েছিলেন কিন্তু দুর্যোগের পূর্বাভাস মেলায় সোমবার রাতের মধ্যে ফিরে আসেন তারা৷ তবে আর ১০ টন ইলিশ উঠেছে তাঁদেরই জালে।