দিঘা-মন্দারমণি ভ্রমণ তো অনেক হয়েছে! একবার ঘুরে আসুন কলকাতার খুব কাছে অপূর্ব এই সমুদ্র পাড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সুযোগ পেলেই ঘুরতে বেরোয় বাঙালি। একদল লম্বা ছুটি নিয়ে পাড়ি জমান দূরে কোথাও, তবে অনেকেই কাছেপিটে ফাটাফাটি একটা বেড়ানোর জায়গার খোঁজে থাকেন। ভ্রমণপ্রিয় বাঙালির দ্বিতীয় অংশটির জন্যই এই বিশেষ প্রতিবেদন। চাইলে কলকাতার কাছেই অপরূপ এই সমুদ্র পাড়ে দিন কয়েক কাটিয়ে আসতেই পারেন।

তালসারি , ওড়িশার বালেশ্বর জেলার মধ্যে পড়ে এই তল্লাট। দিঘার খুব কাছেই এই সমুদ্রপাড়। যাঁরা দিঘা, শঙ্করপুর, মন্দারমণি গিয়ে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন তাঁরা বেড়িয়ে আসতেই পারেন এই তালসারি থেকে। সমুদ্র পাড়ে ঘুরতে ঘুরতেই শুনবেন পাখির কুজন। সাগরপাড়ের ধার ঘেঁষা ঝাউবনে কাটিয়ে দিন সারাবেলা। এখানকার অসাধারণ প্রাকৃতিক পরিবেশ মনে তুফান তুলবে।

মূলত কলকাতা থেকে এই এলাকার দূরত্ব খুব বেশি নয়। দিন কয়েকের অনাবিল আনন্দের ভরপুর স্বাদ নিতে গেলে এই তল্লাটের জুড়ি নেই। পর্যটকদের উপচে পড়া ভিড় এখানে নেই। সেই কারণেই নিরিবিলিতে আপনার মুহুর্তগুলি এখানে দারুণভাবে উপভোগ করতে পারবেন।

দিন কয়েকের জন্য ছুটি কাটাতে হলে তালসারির জুড়ি নেই। দিঘামাগী যে কোনও ট্রেন ধরে পৌঁছে যান দিঘায়। সেখান থেকেই গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন এই তালসারিতে। চাইলে দিঘায় থেকেও তালসারিতে ঘুরতে যেতে পারেন। দিঘা থেকে তালসারির দূরত্ব সড়কপথে মাত্র ১০ কিলোমিটারের মতো। বছরভর এখানে আনাগানো থাকে পর্যটকদের । তবে দিঘার চেয়ে পর্যটকদের ভিড় এখানে বেশ কম থাকে। সেই কারণেই নিরিবিলিতে যাঁরা বেড়াতে যেতে পছন্দ করেন তাঁদের জন্য এই তল্লাট একেবারে পারফেক্ট চয়েজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *