পুলিশ এক যুবককে গ্রেপ্তার করল ভুয়ো পুলিশের পরিচয় দেওয়ার অভিযোগে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মালদহের ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করল ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে অভিযুক্ত এক যুবককে। যদিও জানা যায় অভিযুক্ত ওই যুবক তৃণমূলের যুব নেতা বলেই। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছেন বিষয়টি নিয়ে। অভিযুক্ত যুবকের নাম আকাশ দাস ইংরেজবাজার শহর এলাকায় তার বাড়ি। এ বিষয়ে ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান শুক্রবার রাতে মালদহ স্টেশনে নামে উত্তর দিনাজপুর জেলার ৫জন শ্রমি। তারা ফিরছিল ব্যাঙ্গালোর থেকে কাজ করে।

তারা স্টেশন থেকে আসছিল রথবাড়ি মোড় এর দিকে তখনই মোটরবাইক করে হাতে লাঠি নিয়ে শ্রমিকদের পথ আটকায় এবং তাদেরকে মারধর করে অভিযুক্ত এই যুবক এবং তার সাথে আরেক সঙ্গী। এবং পুলিশের পরিচয় দেয় তাদের কাছে, পাশাপাশি তাদের কাছ থেকেও মোবাইলসহ সর্বত্র ছিনিয়েও নেয় ।এবং তারপর তারা সেখান থেকে চলে যায় ।তারপর ওই শ্রমিকরা রাতে এসে বিষয়টি জানায় ইংরেজবাজার থানায়। তদন্তে নামে পুলিশ। অবশেষে শনিবার দুপুরে ইংরেজবাজার থানার পুলিশ গ্রেপ্তার করে ভুয়ো পুলিশের অভিযোগে অভিযুক্ত আকাশ দাস কে। সেই নিজেকে পরিচয় দেয় তৃণমূলের যুব নেতা হিসেবেও । পুলিশ তদন্ত শুরু করেছে তার বিরুদ্ধে ,রবিবার তাকে তোলা হয়েছে জেলা আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *