দিনের বেলায় ফুল বাড়িতে বাইক চুরি, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়
শিলিগুড়ি : দিনের বেলায় ফুলবাড়ীতে বাইক চুরি হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জানা গেছে দীনেশ রাওয়াত নামে এক ব্যক্তি কোন কাজে দুপুরে বাড়িতে এসেছিলেন , পরে আবার চলে যাওয়ার সময় দেখেন তার বাইকটি নেই। চারিদিকে ছোটাছুটি শুরু করলে এলাকার বাসিন্দারা ছুটে আসেন এবং খোঁজাখুঁজি করেও বাইকটি না পাওয়ায় সোজা পুলিশের খবর দেন। অবশেষে পুলিশের উচ্চ পদস্থ একটি দল এলাকায় ঢুকে সিসিটিভি ফুটেজ দেখে দুজনকে সনাক্ত করে। জানা যায় ওই দুজনই বাইকটিকে নিয়ে ওই এলাকায় ছেড়ে দিয়ে চলে গেছে। যুবকটির পরিবার জানায় প্রচন্ড চুরি বেড়েছে এলাকায়, দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে কোন না কোন জিনিস। অথচ প্রশাসন সম্পূর্ণ নির্বিকার হয়ে আছে। অবশেষে পুলিশ এদিন ঘটনার তদন্ত শুরু করে।
