দিন-দুপুরে ব্লেড দিয়ে আক্রমণ শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে, আহত হল এক যুবক
শিলিগুড়ি : দিন দুপুরে ব্লেড দিয়ে আক্রমনের ঘটনা ঘটলো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীতে। এই ঘটনায় এদিন আহত হয় এক যুবক। ফুলবাড়ীর এক বেসরকারি নার্সিংহোমে এদিন চিকিৎসা চলে আহত ওই যুবকের। এদিকে এই ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।

জানা যায় ওই অভিযুক্ত যুবকের বাড়ি রাজগঞ্জের গন্ডারমোড় এলাকায়। কয়েকজন মিলে শিলিগুড়ি যাওয়ার পথে ফুলবাড়ী ট্রাফিক মোড়ে ওই অভিযুক্ত যুবক হঠাৎই ব্লেড নিয়ে আক্রমণ করে। কি কারনে সে হঠাৎ করে ওই যুবককে আক্রমণ করল জানা যায়নি, আক্রমণকারী ওই যুবক মানসিক ভারসাম্যহীন কিনা সেটাও খতিয়ে দেখে পুলিশ। দুপুরবেলা এই কাণ্ড ঘটে যাওয়ার পরে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে যায় ওই এলাকায় , দোকানপাট বন্ধ হয়ে যায় । স্কুল গুলির বাস এসে পড়ার পরেও অভিবাবকেরা দাঁড়িয়ে থেকে তাদের বাচ্চাদের নিয়ে যান। অনেকেই জানিয়েছেন প্রচুর বহিরাগতদের আগমন ঘটেছে এইসব এলাকায়। বিশেষ করে ফুলবাড়ি সংলগ্ন এলাকায় দিনের পর দিন ক্রমশ বাড়ছে অপরাধ অথচ প্রশাসন নির্বিকার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন অবিলম্বে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা আগামী দিনেও বিক্ষোভ দেখাবেন।