১১টি রেল স্টেশনে বিক্ষোভ হেরিটেজ টয়ট্রেনকে বেসরকারিকরণের প্রতিবাদে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পাহাড় বিক্ষোভে গর্জে উঠল দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে কেন্দ্রের বেসরকারিকরণ উদ্যোগের বিরুদ্ধে । শুক্রবার অনিত থাপার অনুগামীরা বিক্ষোভ দেখান দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অধীনে থাকা সমস্ত রেল স্টেশনে। অরাজনৈতিকভাবে দেখানো হয় কালো পতাকাও।তাই শুধুনয়। বিক্ষোভের পাশাপাশি বিক্ষোভকারীরা সই সংগ্রহ করেন গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে। জানা গিয়েছে এই সংগৃহীত সই স্মারকলিপির সঙ্গে রেলমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে বলে।

ওই কর্মসূচি এদিন পালন করা হয় ডিএইচআরের অধীন মোট ১১ টি রেল স্টেশনে । পাহাড়ের ঘুম স্টেশন থেকে সমতলের সুকনা স্টেশন বিক্ষোভে সামিল হন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য ও পাহাড়বাসীরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষোভকারীদের পক্ষে কেশবরাজ পোখরেল বলেন, “কেন্দ্র সরকার নিজের আর্থিক দুর্নীতি ঢাকতে দেশের সম্পদ বিক্রি করে টাকা তোলার ষড়যন্ত্র করছে মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের নাম দিয়ে। এটা মানা যায় না কোনওভাবেই। দার্জিলিংয়ের টয়ট্রেনের সঙ্গে পরিচয় জড়িয়ে রয়েছে গোর্খাদেরও । সেজন্য শুক্রবার থেকে দুই ঘণ্টার জন্য প্রতীকী বিক্ষোভ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলের সমস্ত স্টেশনে। সেইমতো আজ বিক্ষোভ দেখানো হয় । এছাড়া গণস্বাক্ষর অভিযান করা হচ্ছে ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *