দিলীপ বর্মনের অভিযোগের জবাব দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : আমরা রাজবংশী এবং কামতাপুরীদের সম্মান করি। কাউকে কোন অসম্মান করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলেন নি আমরাও চলি না। দিলীপ বর্মনের অভিযোগের উত্তরে এদিন সাংবাদিকদের ঠিক এই ভাবেই উত্তর দিলেন মেয়র গৌতম দেব। তিনি স্পষ্ট ভাবে জানান আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকতে, আমরা ভাষার মধ্যে বিভেদ করতে চাই না, আর করিও না। কেউ যদি মনে করে আমাদের বিরুদ্ধে এই অভিযোগ করে আমাদের নামে কুৎসা রটাবে, তবে সে একেবারেই ভুল ভাবছে।

এদিন মেয়র আরও জানান জমি নিয়ে যে রটনা রটেছে সেটা একেবারেই অসত্য এবং মিথ্যে। এই ধরনের কোন ঘটনা ঘটেনি আর আমরা প্রশ্রয় দিই না। শিলিগুড়ি পুরসভা স্বচ্ছ পুরসভা , সবাইকে নিয়ে চলতে পারে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মানুষের পাশে এবং মানুষের সাথে থাকেন, ঠিক তার নির্দেশেই আমরা চলছি। মানুষের মধ্য বিভেদ সৃষ্টি করা আমাদের কাজ না, দিলীপ বর্মন মেয়র এবং ডেপুটি মেয়র কে আক্রমণ করে যে ভাষায় অভিযোগ জানান এদিন তার উত্তরে ঠিক এই ভাবেই মেয়র গৌতম দেব সাংবাদিকদের সামনে তার জবাব দিলেন। তবে মেয়র এও জানিয়ে দিলেন যে সে তার নিজের দলের কাউন্সিলারই হোক না কেন, তিনি কোনদিন রেয়াত করেন নি আর করবেন না। মেয়র বনাম দিলীপ বর্মনের এই সম্মুখ সমর কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল।