দীর্ঘ অপেক্ষার অবসান, ১২ টন পদ্মার ইলিশ অবশেষে ঢুকল এ রাজ্যে!
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে এ রাজ্যে পদ্মার ইলিশ ঢুকল দীর্ঘ প্রতীক্ষার পর। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো । তার আগে রাজ্যে পদ্মার ইলিশ আসায় খুশি মাছ বিক্রেতা থেকে শুরু করে সাধারণ ক্রেতা। সোমবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত পেরিয়ে এ রাজ্যের পেট্রাপোলে প্রবেশ করলো বাংলাদেশের ইলিশ। পেট্রাপোল কোয়ারান্টিন সেন্টারের আধিকারিক সত্যপ্রিয় সিনহা জানিয়েছেন , “এদিন ইলিশ এসেছে ১২ টন। দু’দেশের সরকারের মধ্যে আলোচনার পরেই এই সিদ্ধান্ত । এ বছর মোট ইলিশ ঢোকার কথা রয়েছে ১৫০০ টন।”
ব্যবসায়ীরা আরও জানাচ্ছেন, ২০১২ সালে প্রয়োজন মতো পদ্মার ইলিশ ভারতে আমদানি হয়েছিল সরকারিভাবে। তারপর থেকেই বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরীণ চাহিদা ঠিক রাখতে বন্ধ করে দিয়েছিল এ রাজ্যে ইলিশ রপ্তানি। বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল গত বছর পুজোর আগে৷ যদিও গত বছর কিছু ইলিশ ঢুকেছিল কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই নগণ্য হওয়ায় ইলিশের মুখ দেখতে পায়নি অনেকেই। দামও ছিল এমনকি আকাশছোঁয়া।আমদানিকারীদের বক্তব্য, এবার যেহেতু অনেক বেশি পরিমাণে এসেছে ফলে দাম কম থাকবে তুলনায়। অনেকেই সুযোগ পাবে পদ্মার ইলিশ খাওয়ারও৷