দু’টি তেলে ভোলা মাছ বিক্রি হল প্রায় সাড়ে চার লক্ষ টাকায়, পরম আনন্দে আত্মহারা কাকদ্বীপের মৎস্যজীবীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কাকদ্বীপের এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল দু’টি তেলে ভোলা মাছ। বাজারে সেগুলি বিক্রি হল প্রায় সাড়ে চার লক্ষ টাকায়। জানা গিয়েছে, গত প্রায় ন’দিন আগে এফবি অপু নামক একটি ট্রলার কাকদ্বীপের গয়লার চক থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল। মাছ ধরার জন্য মৎস্যজীবীরা বঙ্গোপসাগরে জাল ফেলেছিলেন। যখন তাঁরা জাল তোলেন দেখতে পান একটি ভোলা মাছ পড়েছে। রবিবার আবারও জাল ফেলা হলে আরও একটি ভোলা মাছ ওঠে। দুটি ভোলা মাছ পাওয়ার পর সোমবার আনন্দে মৎস্যজীবীরা উপকূলে ফিরে আসেন। এদিন রাতেই তাঁরা মাছ দুটিকে ডায়মন্ড হারবারের মাছের পাইকারি বাজারে বিক্রি করেন।

এবিষয়ে ট্রলারের মাঝি অমল দাস বলেন, দু’টি মাছের ওজন ছিল প্রায় ৩০ কেজি। একটি ছেলে ও একটি মেয়ে ভোলা মাছ ছিল। মেয়ে মাছটি পাইকারি বাজারে আড়াই হাজার টাকা কিলো দরে মোট ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। আর ছেলে মাছটি ১২০০০ টাকা কিলো দরে তিন লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি হয়। মূলত এই মাছের পটকা বিদেশি বাজারে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। ঔষধ তৈরি সহ বিভিন্ন মূল্যবান দ্রব্যে এটি প্রয়োজন হয়। তবে মেয়ে মাছের পটকা পাতলা হওয়ার কারণে দাম কম হয়। এক্ষেত্রে পুরুষ ভোলা মাছের পটকা মোটা হওয়ায় বাজারে বেশি দামে বিক্রি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *