দু’পক্ষের বিবাদ জমি নিয়ে, এক জনের মৃত্যু হল ঝামেলার মাঝে পড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জমি সংক্রান্ত বিবাদে ইসলামপুরে দুই পক্ষের সংঘর্ষ। মাঝে পড়ে মৃত্যু হল এক জনের। অভিযোগের তির স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামগঞ্জ ফাঁড়ির আলতাডাঙি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মাজিবুর (৬০)।

জানা গিয়েছে, ইসলামপুরের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামী ফরাজুলের সঙ্গে এলাকার বাসিন্দা ফইজুলের একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই জমি নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল। বুধবার সকালে ফরাজুল সেই জমি দলবল নিয়ে দখল করতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই সংঘর্ষের মাঝে পড়ে মৃত্যু হয় ওই এলাকার বাসিন্দা মজিবুরের।

মজিবুর এলাকার তৃনমুল কর্মী বলেই পরিচিত। যদিও স্থানীয় তৃণমূল নেতা জহিদুল ইসলাম বলেন, “এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। জমি নিয়ে ব্যক্তিগত বিবাদের জেরেই এই ঘটনা। তবে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে ইসলামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *