দুর্গাপুজোর জন্য অনুদান দিতে চলেছে রাজ্য সরকার, নিতে অস্বীকার রানাঘাটের এই পুজো কমিটির
বেস্ট কলকাতা নিউজ :রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিল রানাঘাটের একটি পুজো কমিটি ৷ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিজেপি ৷ পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল ৷ এই ঘটনায় শুরু রাজনৈতিক তরজাও ৷ গতবছর ৯ অগস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পরও এভাবেই বহু পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল ৷ সেই স্মৃতি এবারও ফিরল ৷গত ৩১ জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সেখানে দুর্গাপুজো কমিটিগুলির অনুদান বাড়িয়ে দেন মমতা ৷ এ বছর রাজ্য সরকার ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্যের ছোট-বড় বিভিন্ন পুজো কমিটিগুলিকে ৷ আগের বছর ৮৫ হাজার টাকা করে দেওয়া হয়েছিল ৷

এই অনুদান নিতে অস্বীকার করল নদিয়ার রানাঘাট চারের পল্লী পুজো কমিটি ৷ প্রায় ৭৫ বছরের পুরনো এই পুজো কমিটির বাজেট অনেক বেশি ৷ এবছর তারা রাজ্য সরকারের দেওয়া এক লক্ষ দশ হাজার অনুদানের টাকা না নেওয়ার কথা ঘোষণা করেছে ৷ এবছর তাদের ভাবনা কালের বোধন ৷ পুজো কমিটির অন্যতম কর্তা তথা রানাঘাট উত্তর-পশ্চিম বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় বলেন, “এই ভাবনাটাই তো স্বাভাবিক ৷ এই সরকার ডিএ দিতে পারে না ৷ ২৬ হাজার যুবক-যুবতীর চাকরি চলে যায় ৷ সেই সরকারের মুখ্যমন্ত্রী বড়াই করে অনুদান দেন ৷ আর এই অনুদান তো নিলামে ডাকা অনুদান ৷ দুর্গাপুজো আমাদের ঐতিহ্য ৷ সেটাকে নিলামে পরিণত করে দিয়েছেন ৷”