দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার বেড়ে হল ৪ , ব্যাপক তল্লাশি চলছে আরো এক অভিযুক্তর খোঁজে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে এবার গ্রেফতার হল দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী কর্মী সম্রাট ওরফে নাসিরউদ্দিন । এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৪ ৷ ধৃত নাসিরউদ্দিন দুর্গাপুর থানার বিজড়া এলাকার বাসিন্দা। এর আগে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় ৷ তখনই আটক হয়েছিল নাসির ৷ রবিবার রাতে টানা জিজ্ঞাসাবাদের পর শেষমেশ গ্রেফতার করা হল নগর নিগমের এই অস্থায়ী কর্মীকে। সোমবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। পাশাপাশি এই ঘটনায় আরেক অভিযুক্ত শেখ শফিকুলের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

শুক্রবার গভীর রাতে শহরের পরাণগঞ্জের জঙ্গলে দ্বিতীয় বর্ষের এক মেডিক্যাল পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার জেরে শনিবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে রাজ্য ৷ বিরোধী দল থেকে শুরু করে প্রতিবাদে সামিল হয় সাধারণ মানুষ ৷ তদন্ত শুরু করে মোবাইলের টাওয়ার লোকেশনের সাহায্য অভিযুক্তদের সন্ধান পায় পুলিশ ৷ গ্রেফতার হয় অপু বাউরি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন ৷ রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 10 দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেন। এবার এই গণধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হল ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *