ঝড় মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে , দিনমজুরের মেয়ে H.S-এ ভালো ফলের প্রত্যাশী অদম্য জেদেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাথার ওপর ছাদ বলে কিছু নেই। বাসস্থান বলতে শুধু রয়েছে শিশু গাছের নীচে ত্রিপলের আচ্ছাদন দেওয়া ঝুপড়ি। সেই ঝুপড়িতে থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষার পড়াশুনা চালিয়ে যাচ্ছে পূর্ব বর্ধমানের গলসির ছাত্রী মহুয়া চৌধুরী। ওই ছাত্রী ও তাঁর পরিবারের এমন দুর্দশার কথা স্থানীয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষ জানে না, এমনটা নয়। কিন্তু, কেউ পাশে না-দাঁড়ানোয় হতাশ ছাত্রী ও তাঁর পরিবার। এমন দুর্দশা থেকে কবে মুক্তি মিলবে, তা-ও জানে না ছাত্রীটি। তবুও উচ্চমাধ্যমিক পাশ করার সংকল্প নিয়ে ওই ঝুপড়ি ঘরে বসেই দিনরাত এক করে সে পড়াশুনা চালিয়ে যাচ্ছে।অসহায় ওই ছাত্রীর বাড়ি গলসি ১ নম্বর ব্লকের লোয়া রামগোপালপুর পঞ্চায়েতের আটপাড়া গ্রামে। ছাত্রীর বাবা মান্নান চৌধুরী পেশায় দিনমজুর। মা রেখা বেগম সাধারণ গৃহবধূ। এই দম্পতির দুই মেয়ের মধ্যে মহুয়া ছোট। লোকের কাছে সাহায্য চেয়ে দম্পতি তাঁদের বড় মেয়ের বিয়ে দিয়েছেন। ছাত্রী ও তাঁর পরিবার আগে মাটির দেওয়াল এবং খড়ের চালার বাড়িতে বসবাস করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *