দুস্থ ছেলেমেয়েদের পাতে খাবার তুলে দিচ্ছে শিলিগুড়ির ইউনিক সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দিনের পর দিন শিলিগুড়িতে অনাথ এবং দুস্থ শিশুদের পেটে খাবার যোগান দিচ্ছে শিলিগুড়ির ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিদিন প্রায় ৩০০ বাচ্চাদের খাবার দিচ্ছে তারা। শুধু খাবারই নয় তাদের জামা কাপড় এবং পড়াশোনার দায়িত্ব নিয়েছে তারা। এই সোসাইটির কাজই হলো শিলিগুড়ি শহর এবং তার আশেপাশের দুস্থ বাচ্চাদের খুজে বের করা। তাদের সমস্যার সমাধান করা। তারা পড়তে পারছে কিনা , তারা খেতে পারছে কিনা যদি না পারে কিভাবে ব্যবস্থা করা যায় এই চিন্তাও করছে তারা। এমন কি কোন মেধাবী ছাত্র-ছাত্রীর চাকরির জন্য প্রয়োজনীয় ট্রেনিং এ সাহায্য করছে ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

এদিকে শিলিগুড়ির ভিতরে বিভিন্ন জায়গায় বিশেষত বস্তি অঞ্চলে ইউনিক ওয়েব সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা কাজ করে যাচ্ছে। প্রায় তিন বছর ধরে নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন তারা। বিশেষ করে করোনা আব হে তাদের কাজ ছিল অসাধারণ। শিলিগুড়ির ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবারে অসুস্থ বয়স্কদের জন্য কাজ করতে নেমেছে। দুস্থ এবং অসহায় বয়স্ক মানুষদের চিকিৎসা করানোর দায়িত্ব নিয়েছে তারা। বিশেষ করে যারা রাস্তার মধ্যে বসবাস করেন, এবং পথই যাদের ঠিকানা তাদের পাশের দাঁড়াচ্ছে শিলিগুড়ি ইউনিট সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *