পূর্ব রেল শুক্রবার থেকেই সব লোকাল ট্রেন চালাতে তৈরি নবান্নের সবুজ সংকেত পেলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : লোকজন স্টাফ স্পেশাল ট্রেনে উঠে পড়ছে কোনও নিয়ম না মেনে। তাদের রোখা যাচ্ছে না এমনকি ধরপাকড় করেও। বিষয়টিতে উদ্বিগ্ন পূর্ব রেলও। এজন্য তারা সমস্ত লোকাল ট্রেন চালু করতে চায়। বুধবার পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘সব লোকাল ট্রেন চালাতে তৈরি আমরা। এই বিষয় আগেই জানিয়েছি নবান্নকে। আজ অনুমতি পেলে কোভিডবিধি মেনে পুরোদমে সব ট্রেন চলবে কাল থেকেই।’ করোনা বিধিনিষেধের জেরে মূলত কলকাতা ও শহরতলির লোকাল ট্রেন বন্ধ রয়েছে মে থেকেই। যার ফলে সমস্যায় পড়েছে বহু মানুষ। ইতিমধ্যে সেই ক্ষোভ আছড়ে পড়েছে কলকাতা লাগোয়া জেলাগুলির বিভিন্ন জায়গায়। তবে ট্রেন চালাতে রাজি হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে রাজ্যে বিধিনিষেধ লাগু রয়েছে ১৫ জুলাই পর্যন্ত। তার পর ফের একবার জল্পনা শুরু হয়েছে শহরতলির লোকাল ট্রেন চলবে কি না তা নিয়েও। রেলের একাংশের মতে, স্টাফ স্পেশালে ট্রেনে উঠতে মরিয়া এক শ্রেণীর মানুষ, এদিকে রেলও তৈরি ট্রেন চালাতে , অপেক্ষা শুধু মাত্র সরকারের সবুজ সিগন্যালের। রেলের একাংশের মতে, শহরতলি ও কলকাতা লাগোয়া জেলার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হচ্ছে ট্রেন না চলায়। তাই তাঁরা স্পষ্ট করতে চাইছে নিজেদের অবস্থান। রেলের দাবি, ট্রেন বন্ধ থাকার একমাত্র কারণ রাজ্য সরকারই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *