দূরপাল্লার ট্রেনের সংখ্যা বাড়ছে ১ ডিসেম্বর থেকেই
বেস্ট কলকাতা নিউজ : ইতিমধ্যেই লোকাল ট্রেন পরিষেবা চালু হয়েছে গিয়েছে এ রাজ্যে রাজ্যে। ধাপে ধাপে লোকাল ট্রেনও বাড়ছে যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই । নিউ নরমাল মেট্রো ছুটছে ভূগর্ভের নীচ দিয়েও। এবার তবে বাড়তে চলছে দূরপাল্লার ট্রেনও। এই মুহূর্তে ২৪ জোড়া মেল, এক্সপ্রেস এবং ইন্টারসিটি ট্রেন চলছে বাংলা থেকে। আরও পরিষেবা বাড়িয়ে দেওয়া হল এই পরিস্থিতিতে।
ধরে নেওয়া হয়েছে রাজ্যে করোনা পরিস্থিতি ভাল বলেই। তাই আগামী ১ ডিসেম্বর থেকে চালু হবে আরও সাত জোড়া মেল–এক্সপ্রেস ট্রেন। সুতরাং দূরপাল্লার ট্রেনের সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩১ জোড়া। এই সংখ্যা কিছুদিনের মধ্যে দ্বিগুন হবে বলে খবর। রেল সূত্রে খবর, পূর্ব রেল রেল বোর্ডের অনুমতি চেয়েছে হাওড়া, শিয়ালদহ এবং কলকাতা স্টেশন থেকে দেশের বিভিন্ন দিকের জন্য বাড়তি ৩০ জোড়া ট্রেন চালু করতে । যার মধ্যে বেশি দিল্লি ও উত্তরবঙ্গগামী ট্রেনের সংখ্যা । দূরপাল্লার ট্রেন বাড়লেও ট্রেনগুলিতে এখনই লাগানো হবে না অসংরক্ষিত অর্থাৎ জেনারেল কোচ। ফলে সাধারণত যেসব যাত্রী অসংরক্ষিত কামরাতে ভ্রমণ করেন তাঁরা আপাতত বঞ্চিত হবেন সেই সুযোগ থেকেও। কবে থেকে এই পরিষেবা চালু হবে, আপাতত তাও একরকম অনিশ্চিত।