দূষিত জল পান করে ইন্দোরে মৃত্যুর সংখ্যা ৩ থেকে বেড়ে হল ৭ ,দুই আধিকারিকের সাসপেন্ড সহ চাকরি গেল PHE ইঞ্জিনিয়ারেরও
বেস্ট কলকাতা নিউজ : দূষিত পানীয় জলের কারণে মধ্যপ্রদেশের ইন্দোরে মৃতের সংখ্যা ৩ থেকে বেড়ে হল সাত ৷ বুধবার এমনটাই জানায় সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ৷ যদিও অসমর্থিত সূত্রে মৃতের সংখ্যাটা ৮ বলে জানানো হয় ৷ এদিকে মধ্যপ্রদেশের ইন্দোরের ভাগীরথপুরায় দূষিত জল পান করে মৃত্যুর ঘটনায় দুই পুর আধিকারিককে বরখাস্ত ও এক জনস্বাস্থ্য আধিকারিককে চাকরি ছাড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷ পাশাপাশি ঘটনার তদন্তের জন্য উর্ধ্বতন আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ ঘটনার সূত্রপাত হয় ২৫ ডিসেম্বর ৷ সেদিন পুরসভার সরবরাহ করা জলের অস্বাভাবিক স্বাদ ও গন্ধ পাওয়া যায় ৷ সেই জল পান করার পর এখনও পর্যন্ত ১২০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এদিকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তিন জনের ৷ বুধবার সেই সংখ্যাটাই বেড়ে দাঁড়ায় সাত ৷

এমনকি বিষয়টি নিয়ে ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব বলেন, “ভাগীরথপুরা এলাকার তিনজন জলবাহিত সংক্রমণের কারণে মারা গিয়েছেন ৷ আরও চারজনের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই চারজনেরও মৃত্যু হয়েছে । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জলের লাইনের সঙ্গে ড্রেনেজ মিশে যাওয়ার কারণেই ৭ জনের মৃত্যু হয়েছে ৷”
মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে ৷ তার বাবা সুনীল সাহুর কথায়, “১০ বছর পর সন্তানের মুখ দেখেছিলাম ৷ বিভিন্ন স্থানে প্রার্থনা করার পর ওর জন্ম । ৬ মাসের মধ্যেই এভাবে মারা গেল । ওকে দুধের সঙ্গে ওই জল মিশিয়ে খাওয়ানোর পরই অসুস্থ হয়ে পড়ে ৷ বমি করতে শুরু করে এবং ডায়রিয়ায় আক্রান্ত হয় । ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন মারা যায় ।”

