বিস্কুটেরও দাম বাড়ছে পেঁয়াজ-দুধের পর, চিন্তায় মাথায় হাত পড়লো মধ্যবিত্তের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। পেঁয়াজ, দুধের পর দাম বাড়তে চলেছে প্রতিদিনের প্রয়োজনীয় খাবার বিস্কুটেরও। এই দাম বাড়বে ২০২০ থেকেই। সূত্র মারফৎ জানা গিয়েছে এমনটাই। জানা যাচ্ছে, ‘ পার্লে জি’ ও ‘ব্রিটানিয়া’ কোম্পানি দাম বাড়াতে চলেছে তাঁদের বিস্কুটেরও । সূত্র আরও জানাচ্ছে, এমনকি এই দাম বাড়বে ৩ থেকে ৬ শতাংশ পর্যন্তও ।এই দাম বাড়তে চলেছে আগামী জানুয়ারি থেকে মার্চের মধ্যেই ।তবে একটি সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে মোটেই ভালো নয় পার্লে জি-র অবস্থা। পার্লে একাধিক কর্মীকে ছাটাই করেছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত , শনিবারই দুধের দাম বৃদ্ধি পায় সমগ্র দেশ জুড়ে । ভারতের দুটি প্রথম সারির ডেয়ারি সংস্থা আমুল ও মাদার ডেয়ারি ঘোষণা করে এই মূল্য বৃদ্ধির কথা। তারপরেই বৃদ্ধি পায় এই দাম। মূলত জোগান কমে যাওয়ায় কারণেই দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়। মাদার ডেয়ারি জানিয়েছে, বর্ষার কারণে দুধে জোগান কমে গিয়েছে। এই কারণেই দুধ এবং দুগ্ধজাত জিনিসের দাম বাড়ানো হয়েছে।তবে শুধুমাত্র যে পেঁয়াজ, দুধের দাম বেড়েছে তা নয়, একইসঙ্গে বাড়ছে বাজারে অন্যান্য সবজি ও মাছের দাম। পেঁয়াজের ক্ষেত্রে দেশবাসী যে কবে ১৫০ টাকায় পেঁয়াজ কিনেছে তা কেউই মনে করতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *