দেখবার কেউ নেই , তাই একাই রাজগঞ্জের মন্দিরে শুয়ে দিন কাটাচ্ছেন অসতিপর এক বৃদ্ধ
রাজগঞ্জ: তার দেখাশোনার কেউ নেই, প্রিয় সন্তান আলাদা থাকে, তাকে ছেড়ে চলে গেছে সবাই, একটি দোকানে কাজ করতেন তিনি, তবে মাঝখানেক আগে পড়ে গিয়ে পায়ে চোট লাগে তার। তারপর থেকেই তিনি অসুস্থ এবং শয্যাশায়ী। সামনে থাকা পাহারা প্রতিবেশীদের মধ্যে কয়েকজন মহিলা দয়া করে তাকে দুবেলার দু মুঠো খাবার দিয়ে যায়। আপাতত ওইভাবেই দিন কাটছে তার। তবে সম্প্রতি তাকে থাক থাকবার ব্যবস্থা করে দিতে চলেছেন এক স্কুল শিক্ষিকা। তার উদ্যোগেই তিনি আগামী দুই একদিনের মধ্যে তার বাড়িতে চলে যাবেন।
তিনি আরও জানালেন কয়েকজন মহিলাই তাকে দেখছেন তার থাকা খাওয়া এবং ওষুধপত্রের ব্যবস্থা করছেন তারাই। মহিলাদের বক্তব্য তাদের কাছে এটা একটা দায়িত্ব দাদা চাকরিজীবী এবং তাদের কোন সমস্যা হচ্ছে না এই কাজ করতে। ২৫ থেকে ৩০ বছর সকলেই বিবাহিত। তারা জানালেন তাদের স্বামীদেরও সায় আছে এই মহৎ কাজে।