দেবলীনা বাগচী ডিজাইনিং এর এক নতুন আলো এনে দিয়েছেন শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি : ডিজাইনার শহর শিলিগুড়িতে অনেকেই এসেছেন । কিন্তু তাদের সবাইকে মনে হয় ছাপিয়ে গেলেন দেবলীনা বাগচী। নিজেকে অন্য ধাতুতে তৈরি করা দেবলীনা বাগচী যেন এক নতুন অধ্যায়। ডিজাইনিং করে শিলিগুড়িতে খুব বেশি মানুষ বড় এবং ভালো জায়গাতে যেতে পারেননি। গেলেও সেটা উত্তরবঙ্গ এবং কিছুটা হলেও দক্ষিণবঙ্গের মধ্য সীমিত থেকে গেছে। বর্তমানে ডিজাইনার এবং সত্যি কথা বলতে গেলে তার মতো প্রতিভাবান ভালো ডিজাইনারের সংখ্যা গোটা বাংলা জুড়ে কমই আছে।

দেবলীনা বাগচী জানান আমার ছোটবেলা থেকেই ডিজাইনিং এর প্রতি একটা আলাদা টান ছিল। সেটা আস্তে আস্তে আরো বেড়ে যায়, বলতে পারেন সেটাই আমার শুরু। আজকে যে আমি এই জায়গাতে পৌঁছে গেছি তার কৃতিত্ব আমার বাবা মায়ের ও আছে। আজকে শিলিগুড়ির মত একটা জায়গা থেকে এই এই জায়গায় পৌঁছানো খুব একটা সহজ কথা নয়। আমি পরিশ্রম করেছি, এবং তার ফল পাচ্ছি। শুধুমাত্র বাংলা কেন গোটা ভারতেই ডিজাইনিং করবার অভিজ্ঞতা আছে দেবলীনার। তিনি এও জানান আমি শিলিগুড়িতে একটা স্থায়ী অফিস করেছি। সেখান থেকে আপাতত আমি কাজ করে চলেছি। তবে আমি এই জায়গাটা থেকে উঠে আসতে চাই। সময় লাগুক আমি রাজি, জানালেন দেবলীনা বাগচী। জন্ম নেবে এক নতুন প্রতিভার।

