দেশজুড়ে চরমে বিমান বিভ্রাট, ইন্ডিগো’র চার কর্তাকে অবশেষে বরখাস্ত করল ডিজিসিএ
বেস্ট কলকাতা নিউজ : এক সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিক বিমান বিপর্যয় ৷ অবশেষে ইন্ডিগোর চার কর্তাকে (ফ্লাইট অপারেশন ইনস্পেক্টর) বরখাস্ত করল অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা অর্থাৎ ডিজিসিএ ৷ ইন্ডিগো বিপর্যয়ের দায় কার, তার তদন্তে ইতিমধ্যেই চার সদস্যের কমিটি গঠন করেছে ডিজিসিএ ৷ এই বিপর্যয়ে কঠোর পদক্ষেপের কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ড়ু ৷ তারই ফলশ্রুতি হিসেবে এদিন ইন্ডিগোর উড়ান পরিষেবার দায়িত্বে থাকা চার কর্তার (ফ্লাইট অপারেশন ইনস্পেক্টর) বিরুদ্ধে ব্যবস্থা নিল ডিজিসিএ ৷ সূত্রের খবর, দেশজুড়ে বিমান বিপর্যয়ের পর ইন্ডিগোর চার কর্তাকে সাসপেন্ড করেছে ডিজিসিএ ৷ তবে এই চার কর্তার বরখাস্তের কোনও কারণ দেখানো হয়নি ডিজিসিএ-এর তরফে ৷

গত কয়েকদিন ধরে কয়েক হাজার বিমান বাতিল করেছে ইন্ডিগো ৷ যার জেরে সমস্যায় পড়েছেন লক্ষ লক্ষ যাত্রী ৷ দেশজুড়ে বিমানবন্দরে যাত্রীদের চরম অবস্থার ছবি সামনে এসেছে ৷ আগের থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও এখনও স্বাভাবিক হয়নি ৷ শুক্রবারই বেঙ্গালুরু থেকে ৫০ টির বেশি ফ্লাইট বাতিলের কথা ঘোষণ করেছে ইন্ডিগো ৷ সূত্রের খবর, এদিন বেঙ্গালুরু থেকে ৫৪টি উড়ান বাতিল করেছে ইন্ডিগো ৷ যার মধ্যে ৩১ টি আসার ও ২৩ ওড়ার ৷ বৃহস্পতিবারই দিল্লি ও বেঙ্গালুরু বিমানবন্দর থেকে ২০০ টির বেশি উড়ান বাতিল করেছে এই বেসরকারি উড়ান সংস্থা ৷
দেশজুড়ে বিমান বিপর্যয়ের পর ইতিমধ্যেই ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে তলব করে ডিজিসিএ ৷ ডিজিসিএ দফতরে হাজিরা দেন তিনি ৷ দেশজুড়ে এই উড়ান সঙ্কটে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও আদালত প্রশ্ন তুলেছে । কেন্দ্রের তরফে আদালতে জানানো হয়েছে, তারা এই বিপর্যয়ের মূল কারণ খুঁজে বার করবে। একই সঙ্গে ইতিমধ্যেই কী কী পদক্ষেপ করা হয়েছে, তাও বিস্তারিত জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রী আগেই জানিয়েছেন, যাঁরা এই বিপর্যয়ের জন্য দায়ী, তাঁদের কাউকে রেয়াত করা হবে না।

