দেশের প্রতিরক্ষা-তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ ! গ্রেফতার হল প্রাক্তন বায়ুসেনা আধিকারিক
বেস্ট কলকাতা নিউজ : দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন নথি পাকিস্তানে পাচারের অভিযোগ ৷ গ্রেফতার করা হল ভারতীয় বায়ুসেনার অবসরপ্রাপ্ত জুনিয়র ওয়ারেন্ট অফিসারকে ৷ অসমের তেজপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে সোন্তিপুর পুলিশ ৷ পাকিস্তানের গুপ্তচর নেটওয়ার্কে সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে অভিযোগ ৷ এদিকে সোন্তিপুরের ডেপুটি পুলিশ সুপার হরিচরণ ভূমজি জানান, ধৃতের নাম কুলেন্দ্র শর্মা ৷ তিনি তেজপুরের বাসিন্দা ৷ উপযুক্ত তথ্য ও প্রমাণের উপর ভিত্তি করে শুক্রবার সেই বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করা হয় ৷

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্ম বিশেষত ওয়াটসঅ্যাপের মাধ্যমে দেশের প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পৌঁছে দিয়েছেন অভিযুক্ত ৷ পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল ৷ কুলেন্দ্রর মোবাইল ঘেঁটে সেই তথ্য পাওয়া গিয়েছে ৷ যদিও ঠিক কোন সময়ে এই সমস্ত তথ্য আদান প্রদান করা হয়েছে, সেই বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি ৷
কুলেন্দ্রর বিরুদ্ধে ভারতীয় ন্যয় সংহিতার ১৪৭ , ১৪৮ , ১৫২ , ২৩৮ এবং ৬১ (২) ধারার অধীনে তেজপুর সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ ৷ গ্রেফতারের পর অভিযুক্তের মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ ইতিমধ্যেই তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ তদন্তকারীদের দাবি, ফোন এবং ল্যাপটপ থেকে বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে ৷ ফলে, বিস্তারিত ফরেনসিক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে ।

