দেশের মাটিতে বসে ভারত-বিরোধী প্রচার, অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হল আল কায়দার ১ মহিলা জঙ্গি
বেস্ট কলকাতা নিউজ : দেশের মাটিতে বসে ভারত-বিরোধী প্রচার চালাচ্ছিল আল কায়েদা জঙ্গি সংগঠনের মহিলা সদস্য শমা পরভিন আনসারি ৷ এই অভিযোগে অবশেষে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করে গুজরাতের জঙ্গি দমন শাখা (এটিএস) ৷ পুলিশ সূত্রে খবর, শমা ভারতে বসেই পাকিস্তানে ফোন ও ই-মেল মারফত যোগাযোগ করছিল ৷ গুজরাতের স্বরাষ্ট্র মন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেন, “গুজরাত এটিএস আগে ৪ জন একিউআইএস (আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট) জঙ্গিকে গ্রেফতার করেছিল ৷ গতকাল বেঙ্গালুরু থেকে এক তরুণীকে গ্রেফতার করেছে ৷ সে অত্যন্ত চরমপন্থী এবং একটি অনলাইনে জঙ্গিদের মডিউল পরিচালনা করে ৷ তার ইলেক্ট্রনিক যন্ত্রগুলি থেকে পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ নম্বর পাওয়া গিয়েছে ৷ সব মিলিয়ে গুজরাত এটিএস ৫ জন একিউআইএস জঙ্গিকে গ্রেফতার করে ৷”
এদিকে গুজরাত এটিএস একটি বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন বা জিহাদের ডাক দিয়ে সোশাল মিডিয়ায় উসকানিমূলক পোস্ট করছিল শমা পরভিন আনসারি ৷ আল কায়েদার সদস্য দু’টি ফেসবুক পেজ এবং একটি ইনস্টাগ্রাম পেজ চালাত ৷ সোশাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা ১০ হাজারেরও বেশি ৷ এই পেজগুলির মাধ্যমে শমা বিভিন্ন প্ররোচনামূলক এবং ভারত-বিরোধী আল কায়দা পোস্ট শেয়ার করত ৷ আল কায়দা ছাড়া অন্যান্য মৌলবাদী সংগঠনের হয়েও কাজ করত অভিযুক্ত শমা পরভিন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, শমা পরভিনের বয়স ৩০ বছরের আশপাশে ৷ সে ঝাড়খণ্ডের কোডারমার বাসিন্দা ৷ কিন্তু দীর্ঘ সময় হায়দরাবাদে থাকার পর বেঙ্গালুরুতে চলে যায় ৷

এই গ্রেফতারির এক সপ্তাহ আগে গুজরাত এটিএস চার জনের দল আল কায়দা সদস্যকে দিল্লি, নয়ডা, গুজরাতের আমেদাবাদ ও মোদাসা থেকে গ্রেফতার করেছিল ৷ তারা একিউআইএস (আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট) বলে জানিয়েছে পুলিশ ৷ তারা সোশাল মিডিয়ায় মৌলবাদী এবং উসকানিমূলক পোস্ট ছড়াত ৷ একিউআইএস-এর প্রচারমূলক ভিডিয়োও শোয়ার করত ৷
ধৃতদের একজনের সঙ্গে যোগাযোগ ছিল শমা পরভিন আনসারির ৷ সেই সূত্রে বেঙ্গালুরুর আরটি নগর এলাকায় তার বাড়ি থেকে শমা পরভিনকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ ও গুজরাত এটিএস-এর যৌথ দল ৷ গুজরাত পুলিশের এটিএস-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সুনীল জোশী বলেন, “চার অভিযুক্তের মধ্যে একজন মহম্মদ ফাইককে দিল্লি থেকে গ্রেফতার করা হয় ৷ সে জিহাদের নামে প্ররোচনামূলক ভিডিয়ো পোস্ট করেছিল ৷ ভারতে জঙ্গি হামলার ডাক দিয়েছিল ৷ জানা যায়, এই ভিডিয়ো কনটেন্টগুলি সে দু’টি ফেসবুক পেজে ও একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ডাউনলোড করে তাতে কিছু এডিট করে সেগুলি নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে পোস্ট করে ৷”