দোষীদের শাস্তি চাই , সরব তৃণমূল জেলা সভাপতি পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃণমূল, মহিলা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন আজ পর্যন্ত সিবিআই সঠিক কিনারা করতে পারল না, আরজিকর ঘটনার, ২১ দিন হয়ে গেল এর উপর জনসাধারণ হতাশ হয়ে পড়ছে বিতশ্রদ্ধ হয়ে পড়ছে, আমাদের চোখের সামনে একটা মেয়ে যার চোখে আশা এবং স্বপ্ন ছিল সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল মাত্র একটা ঘটনার কারণে, এটা আমরা কিভাবে মেনে নেব? আয়নাইনের পথে চলে তদন্ত করুক আমাদের একটাই দাবি অত্যাচারী শাস্তি হোক। এই ঘটনা আমাদের সমাজের বেশ কিছু নিশংস মানুষকে সামনে এনে দিয়েছে যেটা আমাদের চোখে, ঘৃণ্য থেকে ঘৃণ্যতম অপরাধ আমাদের একটাই দাবি বিচার চাই, অপরাধী যতই শক্তিশালী হোক শাস্তি তাকে পেতেই হবে। বাংলার বুকে বাংলার মা বোনেদের এই প্রতিবাদ আজকে আগুনের মতো সারা বাংলায় ছড়িয়ে গেছে, আমাদের কাছে সেই বাংলা মা বোনেরা বিচার চাইছে। আজকে আর জি করের ঘটনা এত নাড়া দিয়েছে বাংলার মানুষকে চেতন গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ ছুটে বেড়াচ্ছেন সবকিছু ছেড়ে প্রতিবাদ করছে, দাবি আর যে করার ঘটনা দোষীদের শাস্তি চাই।
এদিন জেলা সভাপতি আরো জানান আমাদের মুখ্যমন্ত্রী আরজিকর ঘটনা নিয়ে চরম সময় দিয়েছেন এই ঘটনা দোষীদের শাস্তি হোক যত তাড়াতাড়ি হোক যত তাড়াতাড়ি সম্ভব হোক যত তাড়াতাড়ি দ্রুত হোক। বোনেদের মাথার উপর একটাই চিন্তা কিভাবে আরজিকর ঘটনা দোষীদের শাস্তি হবে। আমরা এখন একটাই আর্জি জানাচ্ছি আর সময় নাই আর ঘণ্টা নয় আর মিনিট নয়, তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। আর ধরে রাখা যাবে না, আজকে বিদেশেও আরজিকর ঘটনা নিয়ে সমস্বরে প্রতিবাদ হচ্ছে , তাই আমাদের একটাই দাবি কুড়ি দিন হয়ে গেল, কেন এই তদন্তে দোষীরা সামনে আসলো না? আমাদের সময় আর কত না হবে? আর কত অপেক্ষা করবো আমরা? আর কত অপেক্ষা করবো আমাদের মায়েরা বোনেরা? আর কত অপেক্ষা করবে ভবিষ্যৎ প্রজন্ম?