নকল সিম কার্ড উদ্ধার হল সামশেরগঞ্জে ,পুলিশের জালে ধৃত এক
বেস্ট কলকাতা নিউজ : বাংলাদেশে পাচার করা হতো নকল সিম কার্ড৷আর সামশেরগঞ্জের হাউসনগরের একটি দোকানে তৈরি করা হচ্ছিল সেগুলি৷ জঙ্গিপুর জেলা পুলিশ একজনকে হাতেনাতে গ্রেফতার করল সেই নকল সিম কার্ড-সহ৷ পুলিশ বিশেষ সাফল্য পায় মঙ্গলবার রাতে হাউসনগরের ওই দোকানে হানা দিয়ে৷ সামশেরগঞ্জ থানার পুলিশ তদন্ত শুরু করছে৷
জঙ্গিপুর জেলা পুলিশ সামশেরগঞ্জের হাউসনগর বাজারে একটি দোকানে হানা দেয় মঙ্গলবার রাতে ৷ উদ্ধার হয় এমনকি নকল সিম কার্ড৷ মোবাইলের সিম কার্ড তৈরি করা হচ্ছিল নকল আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করেই। এই সিম কার্ড পাচার করা হত এমনকি বাংলাদেশেও। নকল সিম কার্ড তৈরির কারবারও চলছিল একরকম প্রশাসনের চোখে ধুলো দিয়েই। পুলিশ এই কার্যকলাপের কথা জানতে পারে গোপন সূত্রেই৷ তারপরই হাউসনগর বাজারের ওই মোবাইলের দোকানে হানা দেয় মঙ্গলবার রাতেই৷ এক যুবক ধরাও পড়ে ভুয়ো সিম-সহ ৷ এমনকি বেশ কিছু নথিপত্রও উদ্ধার হয়েছে৷ পুলিশ জানায়, অভিযুক্তের নাম মোক্তার হোসেন (৩১)। বাড়ি সামশেরগঞ্জ থানার হাউসনগরেই ।
পুলিশ ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি বায়োমেট্রিক স্ক্যানার, ছ’টি মোবাইল ফোন ও একটি ক্যামেরা। পুলিশ আরও জানিয়েছে, ধৃত জেরায় স্বীকার করেছে যে সে নকল সিম কার্ড তৈরি করত আধার কার্ড ও ভোটার কার্ড জালিয়াতি করে এবং বাজারে তা বিক্রিও করত। সীমান্ত পেরিয়ে এমনকি বাংলাদেশেও যেত এই সিম কার্ড। সে হাউসনগরে জালিয়াতির কারবার শুরু করে গুজরাত, রাজস্থান থেকে প্রশিক্ষণ নিয়ে৷ এদিন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে সাতদিনের পুলিশি হেফাজত চেয়ে৷