নজীর সৃষ্টি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে, ইমার্জেন্সিতে ৫ ঘন্টার অপারেশনে বেরলো শিশুর শ্বাসনালীতে আটকে যাওয়া বাঁশি
নিজস্ব সংবাদদাতা : কিষাণগঞ্জ থেকে আসা এক শিশুর শ্বাসনালীতে আটকে গিয়েছিল বাঁশি। বয়স মাত্র নয় বছর। জানা গেছে খেলতে গিয়ে এই ঘটনা ঘটে। তার চিৎকরে তার মা ছুটে চলে আসেন। প্রথমে একটি স্বাস্থ্যেকেন্দ্র এবং পরে তাকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে তাকে ইমার্জেন্সি তে নিয়ে যান ডাক্তারেরা। এদিন প্রায় ৫ ঘন্টার অপারেশন হবার পরে সে বিপদমুক্ত বলে ঘোষনা করেন ডাক্তারেরা। পরে ওই শিশুটির অবস্থা স্থিতিশীল হয়। খুব সম্ভবত জানা গেছে খেলতে গিয়ে এই ঘটনা ঘটে । বাঁশিতে ফু দেবার সময় শিশুটির গলায় চলে যায় ওই বাঁশিটি। অবশেষে শিশুটির বাবা এবং মা এদিন ধন্যবাদও জানান ডাক্তারদের।


