নতুন ছয় হাসপাতাল হচ্ছে ছয়টি জেলায়, নবান্ন তত্পর স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতিতে
বেস্ট কলকাতা নিউজ : রাজ্য জুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো অনেকটাই বেড়েছে অতিমারির দীর্ঘায়িত প্রকোপে। আধুনিক যন্ত্রপাতি থেকে চিকিত্সার ধরন— সবেতেই এসেছে আমুল পরিবর্তন। কিন্তু সেই তুলনায় চিকিত্সকের সংখ্যা অনেক কম গ্রামবাংলায়। এই প্রেক্ষিতে রাজ্য সরকার আপাতত প্রস্তুতি শুরু করেছে ছ’টি জেলায় ছ’টি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ার। গত ১০ বছরে রাজ্যে আটটি মেডিক্যাল কলেজ হয়েছে। এই নতুন ছ’টি মেডিক্যাল কলেজ চালু হলে চিকিত্সকের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে পরবর্তী পাঁচ বছরে। এখন রাজ্যে প্রতি বছর প্রায় পাশ করে বেরোন ৩৪০০ চিকিত্সক।
প্রশাসনিক মহল সূত্রের আরও খবর,নতুন মেডিক্যাল কলেজ তৈরির ব্যাপক তোড়জোড় চলছে হুগলির আরামবাগ, হাওড়ার উলুবেড়িয়া, উত্তর ২৪ পরগনার বারাসত, পূর্ব মেদিনীপুরের তমলুক, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়িতে। প্রাথমিক ভাবে ১০০টি করে আসন নিয়ে যাত্রা শুরু করবে প্রতিটি নতুন মেডিক্যাল কলেজ । পরে শয্যা-সংখ্যা বাড়ানোর কথা ভাববে সরকার। সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয় নতুন মেডিক্যাল কলেজ নির্মাণে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দিষ্ট অফিসারেরা প্রস্তাবিত মেডিক্যাল কলেজ তৈরির ছাড়পত্র দেয় পরিকাঠামো এবং সম্ভাবনা খতিয়ে দেখে তবেই । এ ক্ষেত্রে প্রশাসনিক কর্তাদের ধারণা সেই ছাড়পত্র পেতে কোনো সমস্যা হবে না বলেই।