নতুন বছরের প্রথম দিনে রোদের দেখা পাওয়া গেল শিলিগুড়িতে, খুশির হাওয়া শহর বাসির মনে
শিলিগুড়ি : ২০২৬ এর প্রথম দিন, এদিন অনেকেই ভেবেছিলেন আকাশে কুয়াশা থাকবে, আকাশ মেঘলা থাকবে, কিন্তু তা না, বছরের প্রথম দিন শিলিগুড়ি বাসিকে রোদ উপহার দিল আবহাওয়া। সকাল থেকে সূর্যের দেখা পাওয়া গেল শিলিগুড়িতে। কয়েক দিন ধরে অসহ্য কনকনে ঠান্ডায়, একদিকে যেমন কাতর ছিলেন শিলিগুড়ির মানুষ অন্যদিকে চুটিয়ে ঠান্ডা উপভোগও করেছেন তারা। অনেকেই এদিন বলেন বহু বছর পরে এই ঠান্ডার দেখা পাওয়া গেল। তবে আজ সকালে রোদ ওঠার পরে অনেকটাই যেন স্বাভাবিক হয়ে গেছে শহর শিলিগুড়ি। এদিকে এদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল ঠান্ডার প্রভাব আরো বাড়বে বলেই । বছরের প্রথম দিন রোদ ওঠায় নতুন বছরের সকালটাকে অনেকটাই উপভোগ করলেন শহর শিলিগুড়ির মানুষজন। ছুটির দিন, সেই সাথে উপভোগ করার দিন,এদিন সেটা আর হাতছাড়া করতে চায়নি না শহর শিলিগুড়ির মানুষ।


